প্রত্যেক নামাযের পর নিম্নের দু’আ পড়তে হয়

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ بَيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ – اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِ مِنْكَ الجَد – (حصن صلتك، عن مغيرة بن شعبية)

অর্থ: একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কোন মা’বুদ নাই, তিনি অদ্বিতীয়, তাঁহার কেহ অংশীদার নাই, তাঁহারই সব রাজত্ব, তাঁহার জন্যই সমস্ত প্রশংসা, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যুদান করেন তাঁহার হাতেই কল্যাণ এবং তিনিই সর্বশক্তিমান। আল্লাহ! আপনি যাহা দান করিয়াছেন, তাহাতে কেহ প্রতিবন্ধক নাই। যাহা আপনি বন্ধ করিয়াছেন, তাহা দান করিবার ক্ষমতা কাহারও নাই এবং ধনবানের ধন সম্পদও কোন প্রকার উপকার বা আপনার আযাব হইতে মুক্তি দিতে পারিবে না।