পায়খানায় প্রবেশ করার পূর্বে এই দু’আ পড়িতে হয়
তেরী পায়খানায় প্রবেশ করিবার আগে এবং জঙ্গলে বা মাঠে কাপড় খুলিবার পূর্বে নিম্নের দু’আ পড়িতে হয়।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ –
(حصن صفة ، زيد بن ارقم)
অর্থ: আয় আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি, নাপাকী ও
অনিষ্টকারী শয়তান হইতে। (আমাকে রক্ষা কর।)
পায়খানা হইতে বাহির হবার সময় এই দু’আ পড়তে হয়
الْحَمْدُ لِلَّهِ الَّذِي اذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي –
(حصن صدا، عن أبي ذر)
অর্থ: সমস্ত প্রশংসা বিশ্বপ্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করিয়াছেন।