সকাল ও সন্ধ্যায় নিম্নের দু’আ পড়িতে হয়।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দুআ সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার পাঠ করিবে, কোন বস্তুই তাহার ক্ষতি করিতে পারিবে না। অন্য এক হাদীস মতে সকালে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত আকস্মিক কোন বিপদ তাহাকে স্পর্শ করিবে না। সুবহানআল্লাহ

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئً فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ – (حصن ص٤)

অর্থঃ আমি ঐ আল্লাহর নামে আরম্ভ করিতেছি যাঁহার নাম লইয়া শুরু করিলে আসমান জমীনে কোন বস্তুই অনিষ্ট করিতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী।