নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দু’আটি পড়িতে হয়।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانًا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
(حصن صلا عن حذيفة)
অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার জন্য, যিনি আমাদিগকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাঁহার দিকে (কিয়ামতের দিন) কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হইবে।