ফজর ও মাগরিবের নামাযের পর নিম্নের দু’আ পড়িতে হয়

হাদীস শরীফে আছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাযের পর কথা বলিবার আগে এই দুআ সাতবার পড়িবে, সে যদি ঐ দিন মৃত্যুবরণ করে, তবে সে জাহান্নামের আগুন হইতে পরিত্রাণ পাইবে।হ্যাপ

اللهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ (حصن مشند ، عن مسلم بن حارث)

অর্থঃ হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন হইতে মুক্তি দাও।